মাতৃভাষা দিবস: সিলেট বিএনপির কর্মসূচী
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হবে।
সকাল ৯টার মধ্যে পূর্ব জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে নেতাকর্মীদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যথা সময়ে উপস্থিত থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ অনুষ্ঠান সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।