সিলেটের ৫ এলাকায় বাস-মিনিবাস চলাচলে নিষেধাজ্ঞা
সিলেট নগরের ৫টি এলাকায় বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। মহানগর পুলিশের ট্রাফিক শাখা বুধবার এই নির্দেশনা দেয়।
নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এই নির্দেশনা প্রদান করেন।
পুলিশ জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং অনাকাক্সিক্ষত যানজট ও জনদুর্ভোগ এড়াতে কুমারপাড়া, নয়াসড়ক, চৌহাট্টা, রিকাবিবাজার ও শাহজালালের মাজার গেইট এলাকায় বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখতে হবে। একইসাথে এসব এলাকায় বাস ও মিনিবাস পার্কিং করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।