ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়তি দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা। বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস। সোমবার যুক্তরাষ্ট্রে এক আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৫৮২ ডলারে। সংযুক্ত আরব আমিরাতে এদিন এক আউন্স স্বর্ণের দর ছিল ৫ হাজার ৮১৪ দিরহাম। মালয়েশিয়ার বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে ৬ হাজার ৫৫৪ রিঙ্গিতে। ভারতে এক আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ১৩ হাজার ১১৬ রুপিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ