শাহজাহান খানের বিরুদ্ধে মামলা: সিলেটে বিক্ষোভ

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এমপি শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের করা মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বি-১৪১৮ এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মিছিলটি দক্ষিণ সুরমার টার্মিনাল এলাকার সামনে থেকে শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-বি-১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিমের পরিচালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ রুনু মিয়া, সহ-সভাপতি শাহ জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাছনাত, প্রচার সম্পাদক সুনাফর আলী লাকী, কোষাধ্যক্ষ মোঃ শামসুল হক মানিক, সদস্য মোঃ হারিছ আলী, আতিকুর রহমান, হাফিজুর রহমান হাবিব, বেলাল আহমদ, সুহেল আহমদ, মকবুল হোসেন বাদল সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২১৫৯ এর সভাপতি আবু সরকার, কার্যকরী সভাপতি আব্দুছ সালাম, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা ২০৯৭ এর সভাপতি খলিল খাঁন, কার্যকরী সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি রতন মিয়া মইন, সহ-সাধারণ সম্পাদক ইনছান আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ