শহিদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ২২ ফেব্রুয়ারি বেলা ২টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ৩টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

‘ক’ বিভাগ- ১ম থেকে ৪র্থ শ্রেণি, বিষয় : শহিদ মিনার, মাধ্যম : উন্মুক্ত; ‘খ’ বিভাগ- ৫ম থেকে ৮ম শ্রেণি, বিষয় : ভাষা আন্দোলন, মাধ্যম : প্যাস্টেল ও ‘গ’ বিভাগ- নবম থেকে দ্বাদশ শ্রেণি, বিষয় : অমর একুশ, মাধ্যম : প্যাস্টেল। প্রতিযোগীরা নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐদিন বিকাল ৪টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ