সড়ক দুর্ঘটনায় সন্তানসহ ২ ভলিবল তারকা নিহত
উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্রের মিসৌরি শহরে নিজেদের কন্যাসন্তানসহ দুই সাবেক ভলিবল তারকা নিহত হয়েছেন। পুলিশের ধারণা, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক।
নিহতরা হলেন– ক্যারি আরটন ম্যাকাও (৪৪) ও তার মেয়ে ক্যাসি ম্যাকাও এবং লেসলি ড্রুরি প্রাথার ও তার কন্যা রায়ান প্রাথার। তাদের প্রাণ কেড়ে নেয়া ফোর্ড এফ-২৫০ গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী এলিজাহ হেন্ডারসন।
গেল শুক্রবার সকালে নিজেদের মিনিভ্যানে করে কানসাসে ভলিবল ম্যাচ দেখতে যাচ্ছিলেন ক্যারি-লেসলিরা। স্থানীয় সময় বেলা ১০টা ৩৮ মিনিটে সেইন্ট চার্লস কাউন্টির কাছাকাছি পৌঁছেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি তাদের সরাসরি ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দুটি।
তাতে ঘটনাস্থলেই ক্যারি ও লেসলি মারা যান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের পৃথক দুই সন্তানকে। তবে কাউকেই বাঁচানো যায়নি।
ক্যারি সিরাকাস ইউনিভার্সিটির সাবেক ভলিবল খেলোয়াড় ছিলেন। আর লুইসভিলে বিশ্ববিদ্যালয়ের একসময় খেলতেন লেসলি।