চীন ফেরত শিক্ষার্থী হবিগঞ্জ হাসপাতালে ভর্তি
চীন ফেরত এক শিক্ষার্থীকে করোনাভাইরাস সন্দেহে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়হান আহমেদ শায়েস্তানগর এলাকার আব্দুল নূরের ছেলে। তিনি চীনে ইন্টার্ন করতে গিয়েছিলেন।
চিকিৎসকরা জাানান, তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি চীনের উহান শহর থেকে দেশে ফিরেন ৩১৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে রায়হান আহমেদও ছিলেন। অন্য সবার মতো তিনিও রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ছিলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ১৫ ফেব্রুয়ারি সবার সাথে রায়হান আহমেদকেও শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় দেয়া হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অসুস্থ বোধ করলে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় তিনি চীন ফেরত শিক্ষার্থী বলে করোনাভাইরাস আক্রান্ত হওয়া নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরে সদর হাসপাতালে। আতঙ্ক কমাতে চিকিৎসা না নিয়েই বাসায় ফিরে যান তিনি।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, তাকে সদর হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে। সোমবার তার রক্তের স্যাম্পল ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে পরীক্ষা করে নিয়ে আসলে বিষয়টি পরিষ্কার হবে। যেহেতু তাকে আশকোনা হজ্ব ক্যাম্পে দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, সেহেতু তার শরীরে করোনাভাইরাস থাকার সম্ভাবনা নেই।