জেলা পরিষদের অর্থায়নে দাউদপুরে ৪টি সিসি ঢালাই রাস্তার উদ্বোধন

সিলেট জেলা পরিষদের অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে সিসি ঢালাই শেষে ৪টি রাস্তার উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার প্রধান অতিথি হিসেবে সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আলহাজ¦ নুরুল ইসলাম ইছন মিয়া পৃথক পৃথক অনুষ্ঠানে ৪টি রাস্তার উদ্বোধন করেন।
দাউদপুর ইউনিয়নের ইলাই শাহ রহ: মাজার রাস্তা, সিকন্দরপুর গ্রামের লাম্বাবাড়ির রাস্তা, তুরুকখলা গ্রামের ই-চৌধুরীর বাড়ি হতে উরফি মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা ও পশ্চিম দাউদপুর এলজিইডির রাস্তা হতে তাজিল মেম্বারের বাড়ির সামন পর্যন্ত ৪টি রাস্তা উন্নয়নে ৯ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানগুলো উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজিল আহমদ, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিসবাহ আহমদ টুনু ও আশিকুর রহমান টিপু, সমাজসেবী বদরুজ্জামান কাবুল, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ চৌধুরী, শাহজাহান আহমদ, কবির আহমদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ