শাবি হ্যান্ডবল মাঠে মাহা স্পোটর্স সাস্ট চ্যাম্পিয়নস লীগ সিজন-৭ শুভ উদ্বোধন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে শনিবার বিকেল ৩টায় মাহা স্পোটর্স সাস্ট চ্যাম্পিয়নস লীগ সিজন-৭ শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন,সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশ^বিদ্যালয় প্রশাসন তাই খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডকে উৎসাহিত করে থাকে। তবে খেয়াল রাখতে হবে খেলাকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ সিলেটরে প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, শাবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, সহকারী প্রক্টর মো. আলমগীর কবীর, সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম, স্পোর্টস সাস্টের উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়ার জাহিদ হাসান এমেলি।

এ বিভাগের অন্যান্য সংবাদ