সিলেট মহানগর ছাত্রদলের ৭নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন
১৩ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট মহানগরের ৭ নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিলেট মহানগর শাখার সভাপতি সুদীপ্ত জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৭নং ওয়ার্ড আহ্বায়ক কমিটিতে রাজন আহমদ (মাসুদ) কে আহ্বায়ক ও নাজমুল ইসলাম আখল কে সদস্য সচিব এবং মোঃ নজরুল ইসলাম কে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আসাদ আহমদ, সুলতান আহমদ, মিল্লাদ আহমদ, তুহিন আহমদ, জামাল আহমদ, রিফাত আহমদ, সরাজ আহমদ, তারেক আহমদ, জাবেদ আহমদ, রানা আহমদ টিটু, ইমরান আহমদ রাফি, শাহীন আহমদ সজিব, সদস্য খালেদ মাসুদ ও মামুন আহমদ।
মহানগর ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ জানান গনতন্ত্র পুনরুদ্ধার এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ত্যাগী ছাত্র নেতাদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিলেট মহানগরের সবকটি ওয়ার্ডেই আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং তাদেরকে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।