ভালোবাসায় সিক্ত সাকিব

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় সিলেটের বালাগঞ্জের তানজিম হাসান সাকিবকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বরণ করে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এসময় উপস্থিত ছিলেন। পরে সাকিবকে বরণ করে নেন তার বাবা-মা। পরে একে একে স্বজনদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন তানজিম হাসান সাকিব।

এ বিভাগের অন্যান্য সংবাদ