সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় রায়হান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রায়হান শরীফপুর গ্রামের আকবর আলীর পুত্র।

আহতরা গলেন- একই গ্রামের সুন্দর আলীর পুত্র সোহাগ মিয়া (২০) ও নজরুল মিয়ার পুত্র পারভেজ মিয়া (২০)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে রায়হান দুই বন্ধুকে নিয়ে তার নিজের মোটর সাইকেলযোগে শরীফপুর থেকে দিরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। শরীফপুর নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানের মৃত্যু নিশ্চিত করেন এবং মোটর সাইকেলে থাকা অপর দুইজন কে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি হাসপাতালে প্রেরণ করেন।

দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ