দলকে সুসংগঠিত করার জন্য সিলেটে এসেছি: শফিক
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক বলেছেন, ‘দলের জন্য দলীয় সভানেত্রীর প্রতিনিধি হিসেবে সিলেট সফরে এসেছি। দলের কাজ করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য সিলেটে এসেছি। কোনো ব্যক্তির সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করতে আমার সিলেটে আগমন নয়। তাই, কোনো ব্যক্তির নামে শ্লোগান না দিয়ে শ্লোগান দিতে হবে দলীয় সভানেত্রীর নামে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নামে। সিলেটে কোনো গ্রুপিং এবং বিভাজন দেখতে চাইনা। শৃঙ্খলভাবে দলকে পরিচালনা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের বাহিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, কোনো ব্যক্তিকে নিয়ে নয়, দলীয় প্রধানই দলের একমাত্র প্রাণশক্তি। দলের নেতাও হলেন শেখ হাসিনা। দলে থাকতে হলে দলীয় সভানেত্রীর নামে শ্লোগান দিয়ে দলের কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা যুবলীগ সভাপতি ভিপি শামীম আহমদ,মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।