‘প্যারাসাইট’ অস্কারে সেরার তালিকায়

চলচ্চিত্রের সর্বোচ্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯২তম আসরে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘প্যারাসাইট’। অন্যদিকে, এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ‘জোকার’ ছবির অভিনেতা জোয়াকিন ফোনিক্স।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থিত ডলবি থিয়েটারে এই পুরস্কার ঘোষণা করা হয়।

একই বিভাগে এবার মনোনয়ন পেয়েছিল ফোর্ড ভার্সাস, ফেরারি, দ্য আইরিশ ম্যান জোজো র্যাবিট, জোকার, লিটল ওম্যান, ম্যারিজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপন অ্যা টাইম … ইন হলিউড।

এ বিভাগের অন্যান্য সংবাদ