ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের যুবারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই প্রথম ফাইনাল খেলছে। অধিনায়ক আকবর আলী পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।দলে প্রত্যাশিত একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় এসেছেন অভিষেক দাস। ভারতীয় দল অপরিবর্তিত।

ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের দ্বৈরথটা শেষ কয়েক বছরে হয়ে জন্ম নিয়েছে উত্তুঙ্গ শ্বাসরূদ্ধকর লড়াইয়ে।সেটি বড়দের ক্রিকেটে হোক কিংবা ছোটদের। যার সবশেষ উদাহরণ ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মাটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। স্বাগতিক শ্রীলঙ্কা সে টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি, পারেনি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানও। বাংলাদেশ ফাইনাল খেললেও শেষ মুহূর্তে পরাজয় বরণ করেছে।

আবার এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ শিরোপা জিতেছে চারবার। গত ১২ আসরের মধ্যে ফাইনাল খেলেছে ছয় আসরেই। চলতি টুর্নামেন্টেও দারুণ ছন্দে আছে, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ১০ উইকেটে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ একাদশ: জয়েসওয়াল, সাক্সেনা, তিলক বার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধেশ বীর, আথার্বা আনকোলেকার, রবি বিশনয়, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগি ও আকাশ সিং।

এ বিভাগের অন্যান্য সংবাদ