নতুন থানা হচ্ছে বিয়ানীবাজারে
সিলেটের বিয়ানীবাজারের চারখাইবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। নতুন থানা হতে যাচ্ছে চারখাই।
বিয়ানীবাজার, জকিগঞ্জ ও কানাইঘাট থানার অর্ন্তগত ৬/৭টি ইউনিয়ন নিয়ে চারখাই নামে নতুন থানা গঠনের প্রস্তাব নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর।
সম্প্রতি প্রস্তাবিত থানার জায়গা অধিগ্রহণ করার জন্য পরিদর্শন করেছেন সিলেট পুলিশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আবুল কালাম।
এসময় তার সাথে সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার সহকারি কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর, জকিগঞ্জ থানার ওসি মীর নাসির ও কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার উপজেলার তিন ইউনিয়ন এবং জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দুইটি করে ইউনিয়ন নিয়ে প্রস্তাব করা হয়েছে চারখাই থানা।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর বলেন, চারখাইয়ে নতুন থানা গঠনের একটি প্রস্তাবনা রয়েছে। এর আলোকে ভূমি অধিগ্রহণের সম্ভাব্যতা দেখতে উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনে আসেন।