ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় হামলাকারী আটক

টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মী খুনের ঘটনায় হামলায় নেতৃত্বদানকারী সৈকত নামের এক সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

সৈকত নিজেও আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায়। এসময় অভিষেক দে দ্বীপ নিহত হয় এবং সৈকত আহত হয়। সৈকতকে আহত অবস্থায় আটক করা হয়েছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ কর্মী সৈকতের নেতৃত্বে একদল যুবক অভিষেক দে দ্বীপ এর উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ