কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং ব্রাহ্মণবাড়িয়ার ক্বওমী মাদরাসায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সিলেট মহানগর ক্বওমী মাদরাসা ছাত্র পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সিলেট নগরীর বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল সহকারে যোগ দেন।
সিলেট মহানগর ক্বওমী মাদরাসা ছাত্র পরিষদের আহবায়ক মোঃ মোখলিছুর রহমান ও সদস্য সচিব সাজ্জাদ হোসাইন রুমনসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা এতে উপস্থিত ছিলেন।