ওসমানী হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তাকে স্বাগত জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. ইউনুছুর রহমান।
প্রতিমন্ত্রী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ও নতুন চালু হওয়া শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান প্রতিমন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ওসমানী হাসপাতালের সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম শাহরিয়ার ও সৈয়দা জোহরা আলাউদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সাবেক সংসদ সৈয়দা জেবুন্নেছা হক, হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়, পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, আবাসিক সার্জন (ক্যাজুয়ালিটি) ডা. বিপুল চন্দ্র বর্মণ, সেবা তত্ত¡াবধায়ক রেনুয়ারা আক্তার, ওসমানী হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ।