শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন সিলেটের ২৫ নারী

সিলেটের ২৫জন নির্বাচিত নারীকে প্রদান করা হয়েছে শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা ও পুরস্কার।

৪ জেলায় ৫ জন করে জেলা পর্যায়ে ২০ জন ও বিভাগীয় পর্যায়ে ৫ জনকে এ পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট’র আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। প্রধান অতিথির হাত থেকে নির্বাচিত জয়িতারা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতারা হলেন-

সিলেট : অর্থনৈতিক সাফল্যের জন্য সিলেট নগরীর নয়াসড়ক এলাকার মৃত মিসবাউল মান্নানের স্ত্রী মিনারা বেগম, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় নগরীর কাজিটুলা এলাকার মৃত বসির মিয়া শিকদারের মেয়ে আছিয়া খানম শিকদার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকি, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করায় কানাইঘাট উপজেলার নিজ চাউরা দক্ষিণ গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী সালেহা বেগম এবং সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হলেন বালাগঞ্জের গৌরীপুর গ্রামের স্বামী মৃত মকবুল হোসেন চৌধুরীর স্ত্রী শামসুন্নাহার চৌধুরী।

সুনামগঞ্জ: অর্থনৈতিক সাফল্যের জন্য দোয়ারাবাজার উপজেলার নতুন কৃঞ্চনগর গ্রামের জমির আহমদের স্ত্রী ছালেহা বেগম, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ সদর উপজেলার অনামিকা গ্রামের রেজাউল হক মিন্টুর স্ত্রী সামিনা চৌধুরী মনি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য দোয়ারাবাজার উপজেলার দেওরা বাজার গ্রামের মনোরঞ্জন দে’র মেয়ে স্বর্ণালী দে, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করায় বিশ্বম্বরপুর উপজেলার ভাটিপাড়া গ্রামের গোপেশ চৌধুরীর মেয়ে ছায়া রাণী চৌধুরী এবং সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হলেন বিশ্বম্ভরপুর গ্রামের মাঝাইর গ্রামের সুরেশ রঞ্জন দাসের স্ত্রী রানী দাস।

হবিগঞ্জ : অর্থনৈতিক সাফল্যের জন্য লাখাই উপজেলার বামৈ গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ পৌরসভা এলাকার শেখ শাহেদুজ্জামানের স্ত্রী শেখ সুমা জামান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য মাধবপুরের মোদকপট্টি গ্রামের মদন গোপাল মোদকের মেয়ে শিল্পি রানী মোদক, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করায় বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে মোছা. সাহিদা আক্তার রেজিয়া এবং সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হলেন লাখাই উপজেলার কালাউক গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুল আলমের স্ত্রী নুরুন্নাহার বেগম।

মৌলভীবাজার: অর্থনৈতিক সাফল্যের জন্য কুলাউড়া উপজেলার নন্দনগর গ্রামের মৃত নুরুল ইলামের মেয়ে রওশন আরা বেগম, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় কমলগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে রুমানা আক্তর রুবি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য শ্রীমঙ্গল উপজেলার লৈয়ারকুল গ্রামের মৃত শেখ মুন্সি আব্দুল গফুরের মেয়ে নাজমীন আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করায় কুলাউড়া উপজেলার সিংগপুর গ্রামের মো. জাফর মিয়ার মেয়ে হাজেরা আক্তার এবং সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হলেন শ্রীমঙ্গল উপজেলার শান্তিবাগ আবাসিক এলাকার রুক্ষ্মিনী কান্ত দত্তের মেয়ে রীতা দত্ত।

এছাড়াও সিলেট বিভাগে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত ৫ শ্রেষ্ঠ জয়িতা হলেন- অর্থনৈতিক সাফল্যের জন্য সিলেটের মিনারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য মৌলভীবাজারের নাজমীন আক্তার, সফল জননী হিসেবে সিলেটের শামসুন্নাহার চৌধুরী এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিলেটের আছিয়া খানম শিকদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ