সিদ্ধান্ত পাল্টালেন সিলেটের ডেইজী

যুক্তরাষ্ট্র যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেটের মেয়ে আলেয়া সারোয়ার ডেইজী।

নির্বাচনে হেরে যাওয়ার পর এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে পরিবারের কাছে চলে যাওয়ার কথা ছিল তার।

তার দাবি, টিকিট বুকিং দিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর কাছে হেরে যান ডেইজী (লাটিম প্রতীক)।

আলেয়া সারোয়ার ডেইজী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি। এর আগে তিনি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ