ফের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলে আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গত ২২ জানুয়ারি (বুধবার) ও ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে শ্রীমঙ্গলে। যা বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ