জমি নিয়ে বিরোধ, হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহতও হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে সাড়ে ৭টার দিকে মামুন নবীগঞ্জ ইমামবাড়ী থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজনের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মামুন মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন তার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম (৪৫)। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কদর আলীর ছেলে ওমান প্রবাসী ইকবাল মিয়ার লোকজনের সাথে নিহত মামুন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে মামুন নবীগঞ্জ ইমামবাড়ী থেকে বাড়ি ফেরার পথে ইকবার মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে নিহত করে।
এ ব্যাপারে জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জের সার্কেল শেখ মো. সেলিম বলেন, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সুরতহাল তৈরি করে মর্গে পাঠানো হবে।