২৩ ফেব্রুয়ারি সিপিবির সিলেট বিভাগীয় সমাবেশ
আগামী ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ক্বীন ব্রিজ পয়েন্টে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করার লক্ষ্যে২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সিপিবি কোতোয়ালী থানা শাখা, সিলেট এর উদ্যোগে এক পথসভা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, বিচারহীনতার সুযোগে দেশজুড়ে বর্তমানে নারী নির্যাতন ও ধর্ষণ মহামারি আকার ধারন করেছে। নারীরা আজকে সর্বত্র নিরাপত্তাহীনতায় ভূগছে। একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে নানা কায়দায় ট্যাক্স মওকুফ করে ও আর্থিক প্রণোদনা দিয়ে লুটপাটকারী মালিকগোষ্ঠীকে সম্পদের পাহাড় গড়তে উৎসাহিত করা হচ্ছে। চা-শ্রমিকরাও দৈনিক ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। কৃষকরা তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য যেমন পাচ্ছে না, তেমনি ক্ষেতমজুরদের সারা বছরের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাও নেই। চাকরি না পেয়ে যুবকরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। এমন অবস্থা থেকে মুক্তি পেতে এবং বাম বিকল্প রাজনীতি গড়ে তুলতে শ্রমিক-কৃষক-ক্ষেতমজুরসহ সর্বস্তরের ছাত্র-যুব-জনতাকে আগামী ২৩ ফেব্রæয়ারির সমাবেশে উপস্থিত থাকার জন্য বক্তারা আহ্বান জানান।
সিপিবি সিলেট জেলা কমিটির সদস্য ডাঃ বিরেন্দ্র চন্দ্র দেব এর সভাপতিত্বে ও যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, সহ-সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সিপিবি সিলেট কোতোয়ালী থানা শাখার সম্পাদক সাথী রহমান, সিপিবি শাহপরান থানা শাখার সম্পাদক ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর, উদীচী সিলেট জেলার অন্যতম সম্পাদক রতন দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি, সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহীদ প্রমুখ। বিজ্ঞপ্তি