হুমকিতে থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম

জলবায়ু পরিবর্তন

বিশ্বের জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশ হুমকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি বলেন হুমকিতে থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের বৃক্ষনিধন বন্ধ করে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষনিধনের কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশকে রক্ষা করতে হলে আমাদেরকে প্লাস্টিক, পলিথিন ও পরিবেশ দূষণকারী বিভিন্ন জিনিস বর্জন করে পাটের জিনিস ব্যবহার করতে হবে।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সুন্দর বনের কারণে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর ক্ষতি থেকে আমরা রক্ষা পেয়েছি। সুন্দর বন কয়েকহাজার মানুষের প্রাণ রক্ষা করেছে। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ৫জুন বিশ^ পরিবেশ দিবসে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এক কোটি গাছ লাগানো হবে। বৃক্ষরোপণ করে আমাদেরকে বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হবে।

ওরিয়েন্টেশনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বেলাল উদ্দিন।

এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এই বিশ্ববিদ্যালয় সুশাসনের ক্ষেত্রে রোল মডেল। এখানে জঙ্গিবাদ, যৌন হয়রানি, র‌্যাগিং এবং মাদকের কোন স্থান নেই। যাদের বিরুদ্ধে এই সকল বিষয়ে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আমাদের বিশ্ববিদ্যালয় সারাদেশে নেতৃত্ব দিচ্ছে। আর এই কারণে শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস হিসেবে জাতীয় ভাবে স্বীকৃতি পেয়েছে।

এছাড়া বক্তব্য রাখেন ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজিদুল করিম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সায়েম, এপ্ল্যায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুসতাক আহমেদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের প্রধান অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।

এদিকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাইগ্রেশন আগামীকাল সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’ এর ১১৯ নং কক্ষে অনুষ্ঠিত হবে। এবছর ১৭০৩ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় মোট ৭০৫৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এছাড়া ‘এ’ ইউনিটের ওরিয়েন্টেশন রোববার দুপুর আড়াইটায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ