কোম্পানীগঞ্জে শ্রমিকের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে কোয়ারীতে গর্ত ধ্বসে রুবেল মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ২জন আহত হয়েছেন।
নিহত রুবেল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার বালুচর গ্রামের এরশাদ মিয়ার কোয়ারীর গর্তে রবিবার সকাল ১১ টার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে বর্তমানে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার কানু বিষয়টি নিশ্চিত করেছেন।