নির্বাচনে সিলেটের ডেইজী ও মুনীর পরাজিত
রোববার ঢাকা উত্তর ও ঢাকা দাকিআষণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র হয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আর ঢাকা উত্তরে মেয়র হয়েছেন মো. আতিকুল ইসলাম।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া সিলেটের মেয়ে আলেয়া সারোয়ার ডেইজী এবং জকিগঞ্জের ফয়জুল মুনীর চৌধুরী দুজনই পরাজিত হয়েছেন।
এদের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম সেন্টুর কাছে পরাজিত হয়েছেন সিলেটের মেয়ে আলেয়া সারোয়ার ডেইজী এবং ৩৫ নম্বর ওয়ার্ডে মোক্তার সরদারের কাছে পরাজিত হয়েছেন জকিগঞ্জের ফয়জুল মুনীর চৌধুরী।
আলেয়া সারোয়ার ডেইজী পূর্বে সংরক্ষিত ১২নং নারী ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন আর ফয়জুল মুনীর চৌধুরী ছিলেন ৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।