কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে ৩০টি লাশের কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পারেন।
জানা যায় গত কয়েক দিন ধরে ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে কবরস্থান থেকে আবার কঙ্কাল চুরির খবর পেয়ে দেখতে যান। গত কয়েক দিনে প্রায় ৩০টি কঙ্কাল চুরি হয়েছে। কবরস্থান থেকে হ্যান্ডগ্লাভস, চাকু ও কঙ্কাল পরিষ্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বারির সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম চুরির সত্যতা নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম জানান, কবরস্থানের পাশেই সীমানা প্রাচীরের নিচে ফাকা স্থান রয়েছে।কবরস্থান এলাকায় রাতে অন্ধকার থাকে এবং লাইটিংয়ের ব্যবস্থা নেই।
এ সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গল ও বুধবার রাতের যে কোনও সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ‘২৪টির মতো কঙ্কাল কবর থেকে চুরির খবর পেয়েছি। এই সংখ্যা আরো বেশি হতে পারে। এ ব্যাপারে বারির পক্ষ থেকে বৃস্পতিবার সাধারণ ডায়রি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।