বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করায় নারীকে জনসম্মুখে দোররা

বিবাহবহির্ভুত সম্পর্ক গড়ার অপরাধে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশের এক নারীকে প্রকাশ্যে দোররা মেরে শাস্তি প্রদান করেছেন সে দেশের নারী সদস্যদের নিয়ে ‘ফিমেল ফ্লগিং স্কোয়াড’ নামে নতুন একটি শাখা ।

সম্প্রতি কয়েকজন নারীকে বেত্রাঘাতের মাধ্যমে এমন শাস্তি প্রদান করেছে ফিমেল ফ্লগিং স্কোয়াডের সদস্যরা। শাস্তি প্রদানকারী ঐ নারীর ঢিলেঢালা বোরকার ওপরে ভিন্নধর্মী এক মুখোশ পরেছিলেন। বেত্রাঘাতের শিকার নারীটি বিয়ের আগে তার প্রেমিকের সাথে রাত্রিযাপন করায় তাকে এই শাস্তি প্রদান করা হয়। অভিযুক্ত নারীকে ঐতিহ্যবাহী সাদা রঙের জামা পরানো হয়েছিল। বেত্রাঘাতের সংখ্যা প্রতিবার মাইকে ঘোষণা করা হচ্ছিল, এসময় ব্যথায় আর্তনাদ করছিলেন অভিযুক্ত ঐ নারী। অভিযুক্তদের শাস্তি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন শিশুসহ শত শত মানুষ। প্রকাশ্যে শাস্তি প্রদান দেখার সময় উপস্থিত জনতা অভিযুক্তকে দুয়োধ্বনিও দিতে থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ