মৌলভীবাজারে অগ্নিকাণ্ড: নিহত সবাই একই পরিবারের
মৌলভীবাজারের সদর উপজেলার এম সাইফুর রহমান সড়কে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।।
নিহতরা হলেন, সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫), এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
জানা গেছে, শহরের সেন্ট্রাল রোডের পিংকি সু স্টোর নামের এক জুতার দোকানে আগুন লাগে। এরপর এই আগুন দোকানের পাশের বাসায় ছড়িয়ে পড়ে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুখ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সেন্ট্রাল রোডের তিনটি জুতার দোকানে আগুন লাগে। এরপর এই আগুন দোকানের পাশের একটি বাসায় ছড়িয়ে পড়ে। বাসাটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে নিহতদের পরিবারকে মৃতদেহ সৎকারের জন্য ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। দুপুরে মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে বিষয়টি নিশ্চিত করেছেন।