বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মিলনগঞ্জ বাজারে মানববন্ধন 


সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন বিবিয়ানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র দাস তালুকদার ও সাবেক মহিলা ইউপি সদস্যা রাজরানী চক্রবর্তীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জড়িত প্রিন্সিপালের অপসারণ দাবী করে মিলনগঞ্জ বাজারে মানববন্ধন করেছে কুলঞ্জ ইউনিয়ন উত্তর পাড়ের সচেতন নাগরিক সমাজ। সোমবার বিকাল ৪ ঘটিকায় এলাকার মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দ মনোহর আলী, মোঃ শাহিন মিয়া, মোঃ ফয়ছল মিয়া, সৈয়দ তাহির আলী, নাজমুল হুদা কিবরিয়া, মিটু আহমেদ, শাকির আলম, শাহ আলম, এম মারুফ,হেলাল আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন কুলঞ্জ ইউনিয়নের ১নং ২নং ও ৩নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা অনতিবিলম্বে বিতর্কিত অধ্যক্ষকে অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়ে বলেন অধ্যক্ষের বিতর্কিত বিষয়ে
স্বনামধন্য কলেজের স্বনাম ক্ষুন্ন হয়েছে,
অধ্যক্ষের চারিত্রিক স্খলনজনিত কারণে পুরো শিক্ষক সমাজ আজ প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
তাই অধ্যক্ষকে অসাধারণ করে বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের স্বনাম ধরে রাখার জন্য কলেজ সংশ্লিষ্টের প্রতি আহবান করা হয়!
উল্লেখ্য গত ২১ শে জানুয়ারি ইন্টারনেটে ভাইরাল হওয়া বিবিয়ানা কলেজ অধ্যক্ষ নৃপেন্দ্র দাস তালুকদার ও সাবেক কুলঞ্জ ইউপি মহিলা সদস্য রাজরানি চক্রবর্তীর অপকর্মের একটি ভিডিও ভাইরাল হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ