৮৩ যাত্রীসহ বিমান বিধ্বস্ত

আফগানিস্থানের গজনিতে ৮৩ জন যাত্রীসহ ভেঙে পড়েছে একটি বিমান।আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নং বিমানটি সোমবার (২৭ জানুয়ারি) আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল।

দে অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই অঞ্চলটি তালেবান প্রভাবিত। বিমানটির ভেঙে পড়ার কারণ সম্পর্কে কর্তৃপক্ষের তরফে এথনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কাবুল প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গাজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আরিয়ানা এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি অস্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ