করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলো কানাডায়

চীনের করোনা ভাইরাসে অস্তিত্ব কানাডায় পাওয়া গেছে। আক্রান্ত এক রোগীকে শনাক্ত করেছে দেশটি। নতুন এই করোনাভাইরাসে প্রথম কোনো রোগী কানাডায় সংক্রমিত হয়েছে বলে শনিবার শনাক্ত করে দেশটি। খবর রয়টার্সের

কানাডার সরকারি স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ওই রোগী চীনের উহান প্রদেশ থেকে ২২ জানুয়ারি টরোন্টোতে আসেন। তাকে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

টরেন্টোর স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা ওই রোগীর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। তিনি অন্য যাদের সঙ্গে বসবাস করেছেন তাদেরকেও পরীক্ষা করা হচ্ছে।

এ দিকে রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এছাড়া চীনজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ