সর্বশেষ

‘এই মুহুর্তে বাংলাদেশে টাকার কোন অভাব নাই’

‘টাকার কোন অভাব এই মূর্হুতে বাংলাদেশে নাই, বাংলাদেশে টাকায় ভর্তি, কিন্তু জ্ঞান কম আছে আমাদের। ভাল ভাল প্রকল্প তৈরি করতে পারি না, প্রকল্পে গন্ডগুল, আমাদের এলজিডি ভিবাগ আছে কাজ শুরু করার পরে বলে কাজের মিল পাই না, প্রকল্পে গন্ডগুল রয়েছে, পরে তারা আবার নতুন করে প্রকল্প তৈরী করে এতে আমাদের সময় নষ্ট হয়। সুন্দর পরিকল্পনা আসলে আমরাও সুন্দর ভাবে কাজ করতে পারব।’

‘বাংলাদেশেই বাঙ্গালীদের জন্য একমাত্র নিরাপদ আশ্রয়স্থল,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ। বাংলাদেশ এখন সবদিকে উন্নত , সারাদেশের কোন গ্রাম, কোন ঘর বিদ্যুৎহীন নেই। আমাদের প্রচুর সম্পদ আছে শুধু আস্থা ও সাহসের অভাব। আমরা বিদ্যুৎ ও গড় আয়ু এবং শিক্ষায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে।’

রোববার (২৬জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক শরীফুল আলম, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, দ.সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ