করোনা ভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ৫৬

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও প্রায় ২ হাজার মানুষ।

রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।

এ পরিস্থিতিকে ভয়াবহ বলে দেসবাশীকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ পরিস্থিতি মোকাবেলায় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র হুবেই প্রদেশে ১৩ জনের মৃত্যু ও ৩২৩ জন নতুন করে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রদেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, ১ কোটি ১০ লাখ মানুষের এ শহরে নতুন করে সাতজনের মৃত্যু এবং ৪৬ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে হুবেইর উত্তর সীমান্তের হেনা প্রদেশে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথমবারের মতো সাংহাই শহরেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ