শিরক মুক্ত তাওহীদী ঈমান ও বেদআত মুক্ত সুন্নাতী আমল অপরিহার্য
২দিনব্যাপী সীরাতুল মুসতাক্বীম সম্মেলনের ১ম দিন সম্পন্ন
সিলেটের আত-তাক্বওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ২দিনব্যাপী সীরাতুল মুসতাক্বীম ইসলামী সম্মেলন-২০২০ এর ১ম দিন অতিবাহিত হয়েছে। নগরীর কুমারপাড়াস্থ সেন্টারে শনিবার বাদ আসর সুচীত সম্মেলন চলে রাত ১১টা পর্যন্ত। সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও দেশের প্রখ্যাত ইসলামিক স্কলারগণ আলোচনা পেশ করেন। সম্মেলনের ১ম দিন কুরআন হাদীসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন, ইসলামী চিন্তাবিদ ড. মুহাম্মদ সাইফুল্লাহ, ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া, শায়খ মুহাম্মদ হারুন হোসাইন, ড. মুহাম্মদ মানজুর-ই-এলাহী ও ড. মুজাফ্ফর বিন মুহসিন। সম্মেলনে মহিলাদের জন্য বসার ও সালাত আদায়ের পৃথক ব্যবস্থা রাখা হয়। ১ম দিনের আলোচনায় বক্তারা বলেন, কুরআন সুন্নাহ হলো মুসলমানদের জীবন পরিচালনার একমাত্র গাইডলাইন। জীবনের সকল ক্ষেত্রে শিরক মুক্ত তাওহীদী ঈমান ও বেদআত মুক্ত সুন্নাতী আমল অপরিহার্য। নিজেকে পরিপূর্ণ মুমিন হিসেবে গড়ে তুলতে হলে কুরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে চর্চার বিকল্প নেই। বিভিন্ন মত-পথের আলোকে পরিচালিত হয়ে ইসলামকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন সুযোগ নেই। কুরআন সুন্নাহর সঠিক জ্ঞান লাভ করতে হলে কুরআন সুন্নাহের আলোয় আলোকিত মানুষের স্মরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে কুরআন সুন্নাহের আলোকে জীবন পরিচালনার মাঝে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত। ২য় দিন রবিবার আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ শহীদুল্লাহ খান মাদানী, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন, ড. ইমাম হোসাইন, শায়খ আব্দুর রহমান বিন মোবারক ও শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। বাদ আসর থেকে শুরু হয়ে আলোচনা চলবে রাত ১১টা পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি