অষ্টম শ্রেণি পাস করেই চক্ষু চিকিৎসক!

অষ্টম শ্রেণি পাস করেছেন আবদুল মালেক মণ্ডল। চক্ষু চিকিৎসকের নামে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করেছে গ্রামবাসী। তাকে তারা তুলে দিয়েছেন পুলিশের হাতে।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার বাসিন্দারা জানান, আবদুল মালেক একজন ভারতীয় নাগরিক। তিনি কলকাতা থেকে চক্ষু চিকিৎসা বিদ্যা গ্রহণ করেছেন দাবি করে মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছেন। ঝাউডাঙ্গা বাজার, সরসকাটি বাজার, কলারোয়া বাজার, বামনখালি বাজার, বুধহাটা বাজারসহ ১০টি স্থানে রয়েছে তার চেম্বার। কম টাকায় চিকিৎসার নামে তিনি অপচিকিৎসা দিয়ে আসছিলেন বলে গ্রামবাসীর অভিযোগ।

বৃহস্পতিবার সকালে আবদুল মালেক মাইকিং করে চিকিৎসা দেয়ার প্রচার চালানোর সময় গ্রামবাসী তাকে চ্যালেঞ্জ করেন।

এ সময় আবদুল মালেক স্বীকার করেন, তিনি বাংলাদেশে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছেন। এ ছাড়া ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের কয়েকটি সার্টিফিকেট আছে তার।

ভারতীয় এই নাগরিক থাকেন সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গি গ্রামে।

সদর থানার এসআই মানিক লাল জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ