র্যাবের অভিযানে আটক ২
হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে পৃথক অভিযানে দুইজনকে আটক করেছে র্যাব- ৯।
আটককালে তাদের কাছ থেকে ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল মাধবপুরের মাল পুরে অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩ শ’ পিস ইয়াবা ও একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। রফিকুল মাধবপুওে সন্তোষপুর গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ রফিকুলকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ইয়াবাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) র্যাব-৯ এর আরেকটি দল শ্রীমঙ্গল থানার রামনগর গ্রামের কাইখকারপুল থেকে হৃদয় চাষা (১৯) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করে। সে শ্রীমঙ্গলের হুগলিয়া গ্রামের রঘু চাষার ছেলে। আটককালে হৃদয়ের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ হৃদয়কে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।