করোনা ভাইরাস : সিলেট বিমানবন্দরে সতর্কতা
সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী ‘করোনা ভাইরাস’ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্ক ব্যবস্থা।
জানা গেছে, চীন থেকে কেউ এলে ঢাকায় হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট দিয়ে আসতে হয়। তবুও ভাইরাস ঠেকাতে সতর্ক রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সিলেট বিমানবন্দরে সবসময়ই স্বাস্থ্য বিভাগের একটি টিম কাজ করে। ইবোলা ভাইরাসের পর থেকেই সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্যের দেখভাল করে থাকে। নতুন ভাইরাস ‘করোনা’ নিয়ে সারাবিশ্বে আতঙ্ক দেখা দিয়েছে। বিভিন্ন দেশের অনেক বিমানবন্দরে নেয়া হয়েছে বিশেষ সতর্কব্যবস্থা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট বিমানবন্দর পরিদর্শন করে গেছেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমদ সিরাজাম মুনিরের নেতৃত্বে একটি টিম।