টিলাগড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নগরের টিলাগড়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২০ জানুয়ারি) এমসি কলেজের প্রধান ফটকের সামনে কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন।
এ সময় তারা স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এ সময় তাদের সঙ্গে সরকারি কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা পোষণ করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে বেপরোয়া গতিতে চালিয়ে আসা প্রাইভেটকার উল্টে টিলাগড়ে নয়ন দাস নামে এমসি কলেজের এক শিক্ষার্থী নিহত হন। এ সময় আহত হন আরো কয়েকজন। পরে আরিফ নামে আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।