হবিগঞ্জে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
কালের সিলেট ডেস্ক :: হবিগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহিন মিয়া(৪৮) নামে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দেড়টায় তাকে আটক করে সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর শহরের উমেদনগর গ্রামের জনৈক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যাকে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী শাহিন মিয়া নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুর শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট শাহিন পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোল্লা আবিদুর রেজা জানান, ধর্ষণের অভিযোগে শিশুকে রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার পর বুঝা যাবে প্রকৃত ধর্ষণ কি-না।
শিশুর মা (পারুল জাহান) বলেন- ‘আমার শিশু কন্যাকে অভিযুক্ত লম্পট শাহিন ধর্ষণ করেছে। আমি তার বিচার ও শান্তি চাই।’