এক টনি কালোমানিক উপজেলা সেরা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মেলায় এক টনি কালোমানিক উপজেলা সেরা হয়েছে।

বুধবার প্রাণিসম্পদ চত্বরে ‘পুষ্টি মেধা দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ স্লোগানে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মেলায় ২ বছর বয়সী ষাঁড়ের ওজন এক টন ছাড়িয়ে যাওয়ায় কৃষক মো. আলিম উদ্দিনের ষাঁড় কালোমানিক, লাখ টাকার পাঠার জন্য মহেষ রাজবর উপজেলার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম। বিজয়ী খামারি ও চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. নাজনীন সুলতানা, সাংবাদিক বেগ ফারুক আহাম্মেদ প্রমুখ।

গাভি প্রদর্শনীতে সেরা হিমেল মিয়া, দ্বিতীয় জুয়েল মিয়া, ষাঁড়ে মো. আলিম উদ্দিন, দ্বিতীয় আনোয়ারুল ইসলাম, ছাগীতে সেরা হাবিবুর রহমান, দ্বিতীয় শফিকুল ইসলাম শামীম, পাঠায় সেরা হন মহেষ রাজবর, পাখিতে সেরা মাহমুদুল হাসান আদনান।

এ বিভাগের অন্যান্য সংবাদ