দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে শাওমির মি ব্যান্ড
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শাওমি চিনে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন মি ব্যান্ড ৫। এইবার বেশ কিছু নতুন ফিচার যুক্ত করে এবং এই ব্যান্ডের দাম কম রেখে এটিকে করে তুলেছে আকর্ষণীয়। শাওমি নতুন এই ব্যান্ডে ডিসপ্লে, সেন্সর এবং প্রসেসর বদলে দিয়েছে।
বর্তমানে এই ব্যান্ডের নন এনএফসি মডেলের দাম রাখা হয়েছে ১৮৯ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় ২৩০০ টাকার কাছাকাছি এবং এনএফসি মডেলের দাম রাখা হয়েছে ২২৯ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় টাকায় ২৯০০ কাছাকাছি। আগামী ১৮ জুন থেকে চিনে মি ব্যান্ড ৫ এর বিক্রি শুরু হবে।
এই ব্যান্ডটির বিশেষত্ব হচ্ছে, এটি এক চার্জে ১৪ দিন চলবে। ডিভাইসটি ওয়াটার রেজিস্ট্যান্ট।
এই স্মার্ট ব্যান্ডে রয়েছে ১.১ ইঞ্চি কালার ডিসপ্লে। এ ছাড়াও রয়েছে পিপিজি সেন্সরের সুবিধা। ফলে হার্ট রেটের উপর সহজেই নজর রাখা সম্ভব হবে। এ ছাড়াও এতে রয়েছে স্লিপ মনিটর করার সুবিধা। আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আগাম জানা যাবে এই স্মার্ট ব্যান্ডের সাহায্যে। এই স্মার্ট ব্যান্ডে রয়েছে মাইক্রোফোন-সহ একাধিক আকর্ষণীয় সুবিধা। একাধিক আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্ট ব্যান্ড।