উপ-নির্বাচনে বিএনপি শেষ দিন পর্যন্ত লড়াই করবে

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিএনপি শেষ দিন পর্যন্ত লড়াই করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ফরম জমা দেয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পাবনা-৪ আসনে আমাদের দল থেকে যেই নমিনেশন পাক না কেন তিনি শেষদিন পর্যন্ত লড়াই করবেন। পুলিশ আমাদের নেই, আইনশৃঙ্খলা বাহিনীও নেই, আর আওয়ামী লীগের ক্যাডারদেরকে অস্ত্র দেয়া হচ্ছে। তারা ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পাবনা- ৪ আসনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা এর মধ্য দিয়ে আমাদের স্পেসকে বাড়ানোর চেষ্টা করবো।

বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায়- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরা যদি হারার আগেই হেরে যাই তাহলে উনারা কেন রাষ্ট্রক্ষমতাকে কব্জা করে পরাজিত হওয়ার আগেই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন। জনগণ কী রায় দেবেন সেটার অপেক্ষা না করে নিজেদেরকে আগেই বিজয়ী ঘোষণা করেন। ওই পদ্ধতিগুলো অবলম্বন করে অর্থাৎ দিনের ভোট রাত্রে করে অথবা ভোটারদেরকে ভোটকেন্দ্রে না আসতে দিয়ে তারা আগেই সেটা করে রাখেন।

এসময় পাবনা-৪ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ