আরো ৩১ জন করোনামুক্ত হয়েছেন মৌলভীবাজারে

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে নতুন করে আরো ৩১ জন করোনামুক্ত হয়েছেন। বুধবার সশ্লিষ্ট কার্যালয় থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে জেলায় সুস্থতা ফিরে পেয়েছেন প্রবাসীসহ ৯শ ২৩শ জন নর-নারী।

এদিকে পরিসংখ্যানে দেখা গেছে, জেলায় সুস্থতা বৃদ্ধি পেলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। বুধবার আবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এদিকে নতুন করে জেলা শহরের এক সাংবাদিক কোভিড-এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম মাসুদ আহমদ (৫০)। জেলা শহরের এক বাসায় বসবাস করে আসছেন তিনি। তিনি দৈনিক মানবজমিনে মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ প্রতিবেদকের সাথে মুঠোফোনে আলাপচারিতা হলে তিনি বলেন, গত বুধবার তার রিপোর্ট-এ কোভিড-১৯ ধরা পড়ে। তবে তার শারিরীক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানিয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সখ্যা দাড়ালো ১ হাজার ৪শ ২০ জন।

এদিকে জেলায় মোট কোয়ারেন্টাইন ও আইসলোশনে ছিলেন ৩ হাজার ৭শ ৩১ জন। কোয়ারেন্টাইন/আইসলোশন থেকে বের হয়েছেন ৪ হাজার ১শ ৮৩ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ এ মারা গেছেন ২০ জন। এদিকে মৌলভীবাজারে করোনা মোকাবেলায় সরকারি তরফ থেকে এ পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা এসেছে জেলা প্রশাসকের কাছে। সবগুলো টাকা বিতরণ করা হয়েছে। চাল এসেছে ৩ হজার ২৫ মেঃটন। মজুদ রয়েছে ৩৩২ মেঃটন।

এ বিভাগের অন্যান্য সংবাদ