সিলেটে আরও ১০৮জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে আরও ১০৮জনের করোনা শনাক্ত করা হয়েছে। রোববার রাতে সিলেটের দুই ল্যাবে থেকে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৮২জনের নমুনা পরীক্ষা করে ৮২জনের রিপোর্ট পজিটিভ আসে।

এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নুরনবী আজাদ জুয়েল।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৮জন, সুনামগঞ্জের ২৪জন, হবিগঞ্জের ১৮জন ও মৌলভীবাজারের ১২জন রয়েছেন।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, রোববার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৮জন, সুনামগঞ্জের ২জন ও মৌলভীবাজার জেলার ৬জন রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ