এডিস মশার লার্ভা শনাক্ত আরো ৭০টি স্থাপনায় !

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে আরো ৭০টি স্থাপনায় এডিসের লার্ভা শনাক্ত হয়েছে। গতকাল অভিযানের ৮ম দিনে ১৩ হাজার ২৮০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবনে এ লার্ভা পাওয়া যায়। একই সময়ে ৭ হাজার ৭৯০টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ চিহ্নিত করেছে ডিএনসিসি। এতে ১২টি মামলায় ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গত ৮ই আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ১৫১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৫৬৩টিতে এডিসের লার্ভা এবং ৬১ হাজার ৮১৩টিতে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৮ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজননস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে এবং জনসাধারণকে এ বিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ