বড়লেখায় মৃত নির্মাণ শ্রমিকের পরিবারকে অটোরিকশা ও সেলাই মেশিন প্রদান

বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন নির্মাণ শ্রমিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নির্মাণ শ্রমিক হারুনুর রশিদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে নির্মাণ শ্রমিক সমিতির উপজেলা শাখা। সোমবার দুপুরে উপজেলা শাখার পক্ষ থেকে নিহতের পরিবারকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ অটোরিকশার চাবি ও সেলাই মেশিন প্রদান করেন। উপজেলা নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি জাইজ উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ সমাজকর্মী আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আহাদুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন নির্মাণ শ্রমিক উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মিলন দে, খলাগাঁও উপ-শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ান শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ