পরিবেশ মন্ত্রী’র রোগমুক্তি কামনায় জুড়ীতে দোয়া মাহফিল

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বড়লেখা ও জুড়ীর মাঠি ও মানুষের পরম বন্ধু আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এম.পি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হওয়ায় বর্তমানে সিএমএইচে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

১৪ আগস্ট শুক্রবার বাদ জুম্মা উনার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে জুড়ী টাউন ক্লাবের সভাপতি, আওয়ামীলীগনেতা ও জুড়ী নদী বালু মহাল ইজারাদার জাহাঙ্গীর আলম সাহেবের উদ্যোগে জুড়ী কামিনীগঞ্জ নামাবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদ,আওয়ামীলীগনেতা আব্দুল লতিফ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নুরুল আম্বিয়া, কোষাধ্যক্ষ তুতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আমজাদ হোসেন, জাতীয় পার্টি জুড়ী উপজেলা শাখার সহ সভাপতি আনোয়ারুল হক আনু, আন্জুমানে আল ইসলাহ নেতা হাঃ আনফর আলী, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সাইফুর আলম ফজল, যুবলীগনেতা আব্দুল মুমিন খাঁন, স্বেচ্ছাসেবকলীগনেতা লুৎফুর রহমান, জুড়ী উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ও জুড়ী বাজারের আনেক ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আব্দুল আজিজ লতিফি সাহেব। দোয়া শেষে শিরনী বিতরন করা হয়। এ ছাড়া উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা জামে মসজিদে বাদ জুম্মা মন্ত্রীর রোগমুক্তি কামনায় জুড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এডভোকেট মোঃ আব্দুল মতিন এক দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে তিনি সহ উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম সহ এলাকাবাসী। দোয়া শেষে শিরণি বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ