মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের শারিরীক অবস্থার উন্নতি

মৌলভীবাজার প্রতিনিধি:

সাবেক গণপরিষদ’র সদস্য, কেন্দ্রীয় আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। তিনি বলেন, উনার শ্বাসকষ্টে কোন সমস্যা হচ্ছেনা। বর্তমানে তার শরীরের অন্যান্য কোন সমস্যা মেলেনি। বর্তমানে তার সার্বিক অবস্থা ভাল দেখা যাচ্ছে।
বুধবার বিকেলে বর্ষীয়ান এ রাজনীতিবিদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ওই রাতেই বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে করোনা এয়ার এম্বুল্যান্সে করে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তৌহীদ আহমদ বলেন, মৌখিকভাবে ল্যাব থেকে নিশ্চিত হয়েছি তিনি করোনা পজিটিভ। ৪ আগষ্ট আজিজুর রহমানের নমুনা কালেকশন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ